বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পরিবার নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করা হোক

নন-এমপিও শিক্ষক কর্মচারীদের দাবি

প্রতিদিন ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা সরকারের কাছে আবেদন করেন—দ্রুত এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওর আওতায় এনে অন্তত পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করা হোক। প্রতিনিধিদের খবর— সিরাজগঞ্জ : বেলা ১১টায় শহরের চৌরাস্তা মোড় প্রেসক্লাব চত্বরে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে অধ্যক্ষ এশারত আলী, শিক্ষক নেতা আতিকুল ইসলাম, মোসলেম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। শেরপুর : শত শত শিক্ষক শহরের থানা মোড়ে দুইঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। বক্তব্য দেন মাসুম ইবনে সফিক, সোলইমান হোসেন ও আরিফুর রহমান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। নড়াইল : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কে এম আফসার উদ্দিন, বিথীকা বিশ্বাস, তবারেক হোসেন প্রমুখ। বক্তারা জানান, জেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। কুড়িগ্রাম : জেলা প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন কাজিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইমরান বিন ফারুক, এরশাদুল হক খান, রাজ্জাক রানা প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। বাগেরহাট : সকালে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশ বাগেরহাট শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মো. মনিরুজ্জামান, আবদুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান। বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। লালমনিরহাট : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রমজান আলী, তাজউদ্দিন প্রমুখ। দিনাজপুর : নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ফেডারেশনের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তৃতা করেন হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, আখতারুজ্জামন। মানববন্ধনে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী অংশ নেন।

সর্বশেষ খবর