বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জামায়াতের ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে জামায়াতের ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মেহেরপুরে জাতায়াতের ১০ কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, পিকআপ ভ্যান ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় সিরাজগঞ্জ জামায়াত-শিবিরের ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন আসামিদের উপস্থিতিতে গতকাল এ অভিযোগ গঠন করেন। আসামিদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি শাহীনুর আলম, সহ-সেক্রেটারি জাহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য আবদুল আজিজ, শূরা সদস্য শামসুল আলম তালুকদার, সদর উপজেলার বহুলী ইউনিয়ন জামায়াতের আমির আবদুল আলীম ও সিরাজগঞ্জ শিবিরের সভাপতি রাশেদুল হাসান রাশেদসহ ৩১ জন। আসামিপক্ষের আইনজীবী অভিযোগপত্র গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। মেহেরপুরে জামায়াতের ১০ কর্মী কারাগারে :  মেহেরপুরে নাশকতা মামলায় জামায়াতের ১০ কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১৪ জন কর্মী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাদের মধ্যে ১০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। তারা হলেন— তালহা, মেছের আলী,  আতিকুল, দুদু হোসেন, আবদুল গনি, জামের আলী, দাউদ আলী, আজির উদ্দিন, মাহবুল ইসলাম ও নুরুল হুদা।

সর্বশেষ খবর