বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

১০ টাকার চাল মাপে কম দেওয়ায় সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে ১০ টাকার চাল মাপে কম দেওয়ার প্রতিবাদ করায় ডিলারের লোকজনের সঙ্গে কার্ডধারীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনাটি ঘটে গতকাল উপজেলার মৌকরা ইউনিয়নের সুরপুর গ্রামে। ঘটনার সত্যতা পেয়ে গতকালই অভিযুক্ত ডিলার শহীদুল ইসলামের ডিলারশিপ বাতিল ও দোকান সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরিফ। ভুক্তভোগীরা জানান, বুধবার মৌকরা ইউনিয়নের সুরপুরে ডিলার শহীদুল ইসলাম বাবুল কার্ডধারী হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজিদরে চাল বিক্রি শুরু করেন। ওইদিন তিনি ৩০ কেজি করে চাল বিক্রি করেন ৭৭ জনের কাছে। এ সময় ৫/৬ কার্ডধারীর সন্দেহ হলে তারা চাল পাশের বিভিন্ন দোকানে মাপ দেন। এতে দেখা যায় প্রতি বস্তায় চাল রয়েছে ২৫ থেকে ২৮ কেজি। কার্ডধারী উপজেলার আলীয়ারা গ্রামের জহিরুল ইসলাম পলাশ বলেন, ‘আমরা অন্য দোকানে নিয়ে মাপ দিয়ে দেখি প্রতি ৩০ কেজি চালে ৪-৫ কেজি কম রয়েছে। পরে গ্রামের কয়েকজন ব্যক্তি ও অভিযোগকারীদের সঙ্গে নিয়ে ডিলার শহীদুল ইসলামের কাছে চাল কম দেওয়ার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল ও তার সহযোগীরা তাদের ওপর চড়াও হন। এ সময় সংঘর্ষে আহত হন ১০ জন। ক্রেতাদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ডিলার শহীদুল ইসলাম বাবুল বলেন, মেশিনে সমস্যার কারণে সম্ভবত মাপে কিছুটা গড়মিল হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরিফ জানান, ১০ টাকার চাল ওজনে কম দেওয়ার সত্যতা পেয়ে শহীদুল ইসলাম বাবুলের ডিলারশিপ বাতিল করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে তার দোকানও।

সর্বশেষ খবর