Bangladesh Pratidin

ফোকাস

  • আট জেলায় বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলরসহ নিহত ৮
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ অক্টোবর, ২০১৬ ০৩:২১
খাতায় স্বাক্ষর ছয় শিক্ষকের স্কুলে পাওয়া গেল একজন
ফরিদপুর প্রতিনিধি

নগরকান্দা উপজেলার চরযশোরদী হাজী আবদুল মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার সকাল ১০টায় হাজিরা খাতায় স্বাক্ষর করেই ছয় শিক্ষক ও এক অফিস সহকারী কর্মস্থল ত্যাগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সরেজমিন গিয়ে দেখা গেল, বিদ্যালয়ের সাত শিক্ষক, এক অফিস সহকারী ও একজন দফতরির মধ্যে বিদ্যালয়ে উপস্থিত আছেন একজন শিক্ষক। সহকারী শিক্ষক মনিরুজ্জামান একাই নিচ্ছেন এসএসসির নির্বাচনী পরীক্ষা।

মনিরুজ্জামান জানান, সকালে ক্লাস ছুটি দিয়ে শিক্ষকরা বিভিন্ন কাজে গেছেন। প্রধান শিক্ষক জাকির হোসেন জেএসসি পরীক্ষা উপলক্ষে মিটিং করতে গেছেন মুকসুদপুর। সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও অফিস সহকারী মিজানুর রহমান নগরকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গেছেন নতুন বই আনতে। মিজানুর রহমান, হারান সরকার, দীপক কুণ্ডু ও প্রণব রায় গেছেন ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে। বিদ্যালয়ের একমাত্র দফতরি আছেন ৪০ দিনের বিশেষ ছুটিতে। একই দিন দুপুর ১টায় বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ ব্যাপারে মনিরুজ্জামান বলেন, ‘টেস্ট পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে স্কুলরুম বন্ধ করার সময় পতাকা নামিয়ে রেখেছি।’ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েক শিক্ষার্থী জানান, বছরের বেশির ভাগ সময় এখানে ঠিকমতো ক্লাস হয় না।

এই পাতার আরো খবর
up-arrow