Bangladesh Pratidin

ফোকাস

  • দশ জেলায় বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলরসহ নিহত ১০
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ অক্টোবর, ২০১৬ ০৩:২২
যুবককে ডেকে নিয়ে হত্যা
আড়াই মাসেও গ্রেফতার হয়নি মূল আসামিরা
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যার একমাস পর বিল থেকে এমারত মোল্লা নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার আড়াই মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হননি মূল আসামিরা। কোনাবাড়ী এলাকায় গতকাল সংবাদ সম্মেলনে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে এমারতের স্ত্রী কাজল ও মামলার বাদি নিহতের ভাই সেলিম জানান, গত ৬ আগস্ট বিকালে আসামি নিহতের চাচাতো ভাই রতন ও ফরিদ এমারতকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। কিছুক্ষণ পর এমারত, ফরিদ, রতন ও সুজন ইঞ্জিনচালিত নৌকায় নদীতে ঘুরতে যায়। কিছু দূর গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন, রতন, ফরিদ, আদিল ও অজ্ঞাত নৌকা চালক এমারতকে কাঠের বাটন দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে হাত পা বেঁধে তুরাগ নদে ফেলে দেয়। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

এই পাতার আরো খবর
up-arrow