শিরোনাম
শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শৈলকুপায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আতিয়ার খাঁ ওরফে আতি (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। ঘটনা ঘটে গতকাল দুপুরে মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে। নিহত আতিয়ার ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শৈলকুপর রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এসআই অজয় কুমার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক মির্জাপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন গ্রুপের সঙ্গে সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেনের লোকজনের কোন্দল চলছিল। এর জেরে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ফিরোজ হোসেন সমর্থিত মোল্লা গ্রুপের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মকবুল হোসেনের সমর্তক আতিয়ার খাঁ। আহত হন ১৫ জন। তাদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের খাঁ এবং মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল দুপুরে আতিয়ার খাঁর লোকজনের সঙ্গে শাহজাহান মোল্লার লোকজনের সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আতিয়ার খাঁ নিহত হয়। এ সময় আহত হয় আরো ছয় জন। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর