শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অগ্নিকাণ্ডে ২৫০ দোকান ঘর পুড়ে ছাই দগ্ধ নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫০টি দোকান-বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন শিখা সাহা নামে এক অসুস্থ নারী। গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় খেদামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দূরছড়ি বাজারে স্থানীয় সুলন দেবের তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে লেলিহান শিখা বাজারের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় বাজারের পার্শ্ববর্তী বেশকিছু বসতঘর। একটি ঘরে থাকা শিখা শাহা নামে এক রোগী অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২০৯টি দোকান ও ৪১টি ঘর। ঘটনার পর থেকে সুলন দে পলাতক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে লংগদু উপজেলার মাইনী সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। তারা স্থানীয়দের সহযোগিতায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। লে. কর্নেল আব্দুল আলিম জানান, সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ খবর