Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ অক্টোবর, ২০১৬ ০০:০১
খুলনায় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক
নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবনের গহিনে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু সাগর বাহিনীর ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এই তথ্য জানান। র‌্যাব জানায়, মাছের ট্রলারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় খুলনার দাকোপ উপজেলার কালাবগী এলাকায় বনদস্যুদের সঙ্গে র‌্যাবের গুলিবর্ষন হয়। পরে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি পাইপগান, ৭ রাউন্ড শর্টগানের তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ৪টি রামদাঁ উদ্ধার করা হয়। আটককৃত দস্যুদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow