শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাস টার্মিনালে গরুর হাট দুর্ভোগ যাত্রীদের

নীলফামারী প্রতিনিধি

জায়গার ব্যবস্থা না করেই শাখামাছা গরুর হাট সরিয়ে কেন্দীয় বাস টার্মিনালে এনে বিপাকে পড়েছেন পৌর কর্তৃপক্ষ। হাটের জায়গা সংকুলান না হওয়ায় বছর দুই আগে পুলিশ লাইন্স স্কুল সংলগ্ন শতবর্ষীয় গরুর হাটটি সরিয়ে নীলফামারী কেন্দ ীয় বাস টার্মিনালে নেওয়া হয়। প্রথম দিকে স্বল্প সময়ের জন্য হাটটি বসানোর কথা বলা হলেও গত দুই বছরে তা স্থায়ী রূপ লাভ করেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাসযাত্রীরা। টার্মিনাল জুড়ে গরুর গোবর আর আবর্জনায় পা রাখা দায়। তার উপর টার্মিনাল জুড়ে ভটভটি, নছিমন, করিমন আর লক্কর ঝক্কর গাড়ি জায়গা দখল করে আছে। জানা গেছে, আমলাতান্ত্রিক জটিলতায় দেড়যুগেও বাস টার্মিনালটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ইছা আলী জানান, টার্মিনাল সংলগ্ন একটি জায়গায় হাট বসানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর