শিরোনাম
শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বেহাল রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি

বেহাল রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ

বেহাল রাস্তায় এলাকাবাসীর ধানের চারা রোপণ —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ওই ইউনিয়নের কৃষ্ণপুর থেকে তপৈয়া, মনপাল হয়ে ষোলদানা। রামপুর থেকে মনপাল হয়ে রাজাপুর চার কিলোমিটার রাস্তার দুর্ভোগে পড়ছেন ১০টি গ্রামের ৪০ সহস্রাধিক মানুষ। স্থানীয় সূত্র জানায়, কৃষ্ণপুর থেকে তপৈয়া-মনপাল হয়ে ষোলদনা পর্যন্ত আড়াই কিলোমিটার এবং রামপুর থেকে মনপাল হয়ে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা যুগ যুগ ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে মনপালের সঙ্গে তপৈয়া, রাজাপুর, রামপুর, ষোলদনা, মামীশ্বর, কৃষ্ণপুর গ্রামসহ ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়ছেন। বর্ষায় ওই সব রাস্তায় পায়েও হাটা যায় না। প্রায় রাস্তায় বিভিন্ন যানবাহন আটকে থাকে। দুর্ভোগে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদের। মনপাল গ্রামের চিকিৎসক আবদুল ওহাব বলেন, আশপাশের গ্রামের রাস্তাগুলো পাকা হলেও শুধু মনপাল গ্রামের কোনো রাস্তা পাকা হয়নি। আলী আকবর মোল্লা বলেন, এসব রাস্তা দিয়ে একজন রোগীকে হাসপাতালেও নেওয়া যায় না। চন্দনার মাহবুবুল আলম খসরু বলেন, এ গ্রামের মানুষ যুগ যুগ ধরে রাস্তার দুর্ভোগে রয়েছেন।  উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, রাস্তাগুলোর কাজ নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। আশা করছি দ্রুত কিছু কাজ করতে পারব।

সর্বশেষ খবর