শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রায়পুরে জেলেদের চাল মেলেনি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ১২ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত মা ইলিশ রক্ষায় ১০ দিন অতিবাহিত হলেও উপকূলের তালিকাভুক্ত ৭ হাজার ৫৩০ জেলেদের ভাগ্যে এখনো সরকারি চাল সহায়তা মেলেনি। ফলে চরম অর্থসংকটে মানবেতর জীবন-যাপন করছেন জেলেপাড়ার লোকজন।

জেলা মত্স্যজীবী সমিতির সভাপতি মো. মোস্তফা বেপারী বলেন, সরকার চাল দেবে এই আশায় কোনো জেলে এবার নদীতে মাছ ধরতে নামেনি। কিন্তু এখনো সহায়তা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে জেলে পল্লীর হাজার হাজার জেলে অতি কষ্টে আছেন। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, তালিকা করে দু-একদিনের মধ্যে জেলে পরিবারগুলোকে সরকারি বরাদ্দের ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ খবর