শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আত্মসমর্পণ করা সুন্দরবনের ১৩ দস্যু কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর প্রধান আলমগীর শেখ ওরফে সাগরসহ আত্মসমর্পণ করা ১৩ বনদস্যু কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বাগেরহাট সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে বরিশাল র‌্যাবের ডিএডি বিদ্যুৎ কুমার ওই দস্যুদের শরণখোলা থানায়  মামলা করেন। মামলার আসামিরা হলেন, সাগর বাহিনীর প্রধান আলমগীর শেখ ওরফে সাগর, কামরুল ফকির, আবদুল মালেক, কাদের শেখ, হাফিজুর শেখ, কবির সরদার, দেলোয়ার শেখ, হাসান সরদার, নান্না ফকির, তৌহিদুল ইসলাম, রাজু শেখ, লিটন হাওলাদার ও তারিকুল গাজী। তাদের বাড়ি বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ ও মংলা উপজেলার বিভিন্ন গ্রামে। ১৯ অক্টোবর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের দরজার খাল এলাকায় বরিশাল র‌্যাব-৮ এর কাছে সাগর বাহিনীর প্রধানসহ ১৩ বনদস্যু আত্মসমর্পণ করেন। এ সময় তারা ২০টি আগ্নেয়াস্ত্র ও ৬৫০ রাউন্ড তাজাগুলি জমা দেয়। শরণখোলা থানার ওসি জানান, আদালত দস্যুদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ খবর