শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বড়াইগ্রাম ট্রাজেডি দুই বছর

বনপাড়া-হাটিকুমরুল সড়ক চার লেন করার দাবি

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম ট্রাজেডির দুই বছর অতিবাহিত হয়েছে বৃহস্পতিবার। ২০১৪ সালের ২০ অক্টোবর উপজেলার রেজুর মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জন। শোকাবহ পরিবেশে দোয়া মাহফিল ও নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় নিহতদের। সভায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেন করার দাবি জানান বক্তারা। বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১০টায় স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অহিদুল হক।

বক্তারা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীত ও দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। উল্লেখ্য, ২০১৪ সালের ২০ অক্টোবর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রেজুর মোড়ে দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ৩৮ জন নিহত ও আহত হন কমপক্ষে ৪২ জন।

সর্বশেষ খবর