শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নওগাঁয় সাড়ে ৪ লাখ তালবীজ রোপণ

নওগাঁ প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন, মাটির ক্ষয়রোধ, অনাবৃষ্টি, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে নওগাঁর বদলগাছীতে প্রায় সাড়ে ৪ লাখ তালবীজ রোপণ করা হয়েছে। দেশের ১২৫টি উপজেলা থেকে এ বীজ সংগ্রহ করা হয়।

জানা যায়, বদলগাছীর উপজেলার প্রায় ২০০ শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার শিক্ষক ও শিক্ষার্থীসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ ড. মো. আকরাম হোসেন চৌধুরী তালবীজ রোপণ কর্মসূচিতে অংশ নেন।  বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত বলেন, তালগাছ বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এ বীজ রোপণ করা হয়। বীজগুলো বনবিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার সবাই মিলে পরিচর্যা করবে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষায় দুর্যোগ ও প্রশমন দিবসে তালগাছ রোপণের ওপর জোর তাগিদ দেন। কারণ তালগাছই ভূমিক্ষয়, ভূমিধস রোধ, ভূ-গর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির ঊর্বরতা শক্তি বাড়ায়।

সর্বশেষ খবর