শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

স্বতন্ত্র ইউনিয়ন দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণা এবং ভোটার তালিকায় বাদপড়া নাগরিকদের নাম অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দাসিয়ার ছড়ার কালিরহাট বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহের আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গোলাম মোস্তফা, নজির হোসেন, মাজম আলী, মনির হোসেন, আবুবকর সিদ্দিক, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আক্কাস আলী প্রমুখ। —ফুলবাড়ী প্রতিনিধি

মিউনিসিপ্যাল হাই স্কুলের ১৬০ বছরপূর্তি ১৭ ডিসেম্বর

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) ১৬০ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে স্কুল কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

স্কুলের প্রধান শিক্ষক সমসের আলী জানান, বাংলা স্কুলের ১৬০ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে প্রধান শিক্ষককে আহ্বায়ক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব স্কুলের সাবেক ছাত্র ফয়সাল হাবিব সুমন এবং কোষাধ্যক্ষ স্কুলের শরীরচর্চা শিক্ষক আকতারুল ইসলাম রাঙ্গা। তিনি আরও জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অতিথি হিসেবে স্কুলের সাবেক ছাত্র ও সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক রুহুল আমিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ। —দিনাজপুর প্রতিনিধি

সুরমা নদী থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ পাথর শ্রমিক শাবানা বেগমের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে শহরের ওয়েজখালী এলাকায় সুরমা নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ১২ অক্টোবর নদী পারাপারের সময় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন।

পুলিশ জানায়, শাবানার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শাবানা সদর উপজেলার রাবারবাড়ি গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।—সুনামগঞ্জ প্রতিনিধি

সীমানা প্রাচীর ধসে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় নিজ বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সাদী (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সাদী ওই এলাকার মাছুম মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র ছিল। স্থানীয়রা জানান, গতকাল সাদী তার নিজ বাড়ির নির্মাণাধীন সীমানা প্রাচীরে ওঠে। এ সময় প্রাচীরটি ভেঙে তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর