রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে গাজীপুরে দুজন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও রংপুরের বদরগঞ্জে নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের খবর—

গাজীপুর : বোর্ডবাজার তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল ট্রাকচাপায় তানিয়া নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। তিনি নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী ও গাজীপুরের ফরচুনা পোশাক কারখানার শ্রমিক ছিলেন। একই দিন দুপুরে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের নাম কালী মোহন। বাড়ি সুনামগঞ্জে।

রাজশাহী : মহানগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে। নিহতের নাম আবদুল হামিদ। তিনি রাজশাহী জেলা জজ আদালতে সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) পদে কর্মরত ছিলেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুরে। চাঁপাইনাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের দেলবোলতলায় গতকাল ভটভটি-অটোরিকশা সংঘর্ষে ভটভটির এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রুস্তুম আলী শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে।  নেত্রকোনা : বারহাট্টা উপজেলায় গতকাল সকালে মোটরসাইকেল চাপায় শান্তু মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বারহাট্টা উপজেলার উজানগাঁও গ্রামের ইয়ার হোসেনরে ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া : জেলায় শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় গোলাম সারোয়ার নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। সদর উপজেলার নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন একটি বেসরকারি ক্লিনিকের তিন সেবিকাও। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। জামালপুর : সরিষাবাড়িতে ট্রাক উল্টে খাদে পড়ে আসিফ নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আইয়ুব আলী ও সুরুজ্জামান আরও দুই ট্রাক আরোহী। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাতে সরিষাবাড়ির বাসুরিয়া এলাকায়। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল ওরফে আরজুল নামে এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার রামনাথপুর ইউনিয়নের মিরা পাড়ায় গতকাল এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর