রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভোলায় ২৫১ বছর টিকে আছে কবিগানের আসর

ভোলা প্রতিনিধি

ভোলায় ২৫১ বছর ধরে টিকে আছে কবিগানের আসর। প্রতি বছর এই সময়  সদর উপজেলার বাপ্তা গ্রামের মহাজন বাড়িতে ২ দিনের জন্য বসে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের স্মারক এই কবি গানের আসর।

প্রতি বছরের মতো এবারও ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের মহাজন বাড়িতে আয়োজন করা হয়েছে এই কবি গানের। আয়োজকরা জানান, ২৫১ বছর ধরে এখানে এই কবি গানের আয়োজন করা হয়। কবি গানকে ঘিরে গোটা গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। হিন্দু  মুসলিমের এক মিলন মেলায় পরিণত হয় মহাজন বাড়ির বিশাল চত্বর। কবি গানকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিদিন হাজার হাজার মানুষ উপভোগ করছে এই কবিগান। বৃহস্পতি ও শুক্র দুই দিনের এই আসরে গান গাইতে বিভিন্ন জেলা থেকে কবিয়ালরা এসে জড়ো হন। দেহতত্ত্ব, ভাবসংগীত আর লালনগীতির সুরমূর্ছনায় মুখরিত হয়ে ওঠে গোটা বাপ্তা গ্রাম। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারী-শিশুর ভিড় জমিয়েছেন গানের আসরে। হারিয়ে যাওয়া এই লোকজ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় আয়োজকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর