রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জমে উঠেছে প্রচারণা

পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন

কিশোরগঞ্জ প্রতিনিধি

জমে উঠেছে প্রচারণা

নির্বাচনী প্রচারণায় মুখর এখন কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পুরো এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। ইতিমধ্যে নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকায়। ভোটারদের আকৃষ্ট করতে নানা ঢংয়ে মাইকিংয়ে প্রচারণাও চালানো হচ্ছে। ৩১ অক্টোবর এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেছবা উদ্দিনকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে বর্তমান মেয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন বিএনপি থেকে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন। বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান খোকন নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। মেয়র পদে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন নির্বাচিত হলেও তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে তার সমর্থকরা পাকুন্দিয়ায় টানা দুই দিন হরতাল পালন করেছেন। নানা নাটকীয়তা শেষে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলের টিকিট না পাওয়ায় স্বপনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। বর্তমানে দলের একটি বড় অংশ নির্বাচনে নিষ্ক্রিয় রয়েছে বলে জানা গেছে।  অপরদিকে বিএনপি নেতা বর্তমান মেয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন অস্বস্তিতে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীকে নিয়ে। স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেও ফুরফুরে আমেজে রয়েছেন আক্তারুজ্জামান খোকন। সাবেক উপজেলা চেয়ারম্যান হওয়ায় ভোটারদের প্রতি তার বেশ প্রভাব রয়েছে। তাছাড়া আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থক এবং কোন্দলের ফলে বিএনপির বড় একটি অংশ স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান খোকনের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর