রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দিনাজপুর থেকে পায়ে হেঁটে দেশভ্রমণে যুবক নাসিম

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর থেকে পায়ে হেঁটে দেশভ্রমণে যুবক নাসিম

যাত্রা শুরুর আগে দিনাজপুরে নাসিম

‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর নয় শিশু শ্রম, এবার চাই শিক্ষা’— ইত্যাদি স্লোগানকে ধারণ করে দিনাজপুর জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশভ্রমণে বের হয়েছেন এক তরুণ শিক্ষার্থী নাসিম তালুকদার। গতকাল সকাল ৯টায় তিনি এ যাত্রা শুরু করেন।

নাসিম বলেছেন, তিনি প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ কিলোমিটার রাস্তা হাঁটবেন। এভাবে দিনাজপুর, বিরামপুর হয়ে ১৩০ দিনে দেশভ্রমণ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে ফিরবেন। দিনাজপুর কেবিএম কলেজ হতে সদ্য এইসএসসি পাস করা এই শিক্ষার্থী আরও জানান, সরকারের নিয়ম অনুযায়ী ১৪ বছরের নিচের শিশুরা কেউ শ্রমিকের কাজে যুক্ত হতে পারবে না। অথচ এ নিয়ম বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। তাই শিক্ষা ও খেলাধুলা থেকে দূরে রয়েছে এমন শিশুদের সংখ্যা সারা দেশের মতো দিনাজপুরেও কম নয়। আজ মিল-কলকারখানা, ইন্ডাস্ট্রিতে শিশুরা হাড়ভাঙা শ্রম দিচ্ছে। নাসিম জানান, শিশুরা যাতে তাদের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, দিকে সবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনমত গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে পায়ে হেঁটে তিনি দেশভ্রমণে বের হয়েছেন। পায়ে হেঁটে ১৩০ দিনে তিনি প্রশাসন, ব্যবসায়ী, সমাজ সচেতন মানুষ, শিল্পপতি, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। দেশভ্রমণ শেষে এর ওপর একটি প্রতিবেদন তৈরি করে আনুষ্ঠানিকভাবে তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠাবেন।

সর্বশেষ খবর