শিরোনাম
রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শুরু হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় শিক্ষা কার্যক্রম

রাঙামাটি প্রতিনিধি

২০১৭ সালের মধ্যে পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। ১০ ভাষাভাষী ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে মাত্র তিনটি সম্প্রদায় চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় পাঠদান চালু করা হবে। ইতিমধ্যে এসব ভাষায় পাঠ্যপুস্তক তৈরির কাজও সম্পন্ন হচ্ছে। আগামী শিক্ষাবর্ষে এসব বই শিক্ষার্থীদের কাছে বিতরণ করা হবে। সম্প্রতি রাঙামাটিতে অনুষ্ঠিত ঢাকা আহ্ছানিয়া মিশন ইউনিক টু প্রজেক্ট এক অ্যাডভোকেসি সভার মাধ্যমে এসব তথ্য জানানো হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের আঞ্চলিক প্রতিনিধি শান্তি বিকাশ চাকমা জানান, পার্বত্যাঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য এ উদ্যোগ। এ ব্যাপারে রাঙামাটি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষা শিক্ষা কার্যক্রম চালু করলে যেমন তাদের ভাষা সংরক্ষণ হবে, তেমনি পাহাড়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ের দিকে আগ্রহ বাড়বে।

সর্বশেষ খবর