রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রেলের বেদখল জমি উদ্ধারে বাধা, থানায় অভিযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলের বেদখল জমি উচ্ছেদে বাধা প্রদানকারী অবৈধ দখলদারদের বিরুদ্ধে রেলের অ্যাস্টেট বিভাগ থেকে থানায় অভিযোগ প্রদান করা হয়েছে। অভিযোগে জনৈক হাবিবুর রহমানের নাম উল্লেখ করে ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি দেওয়া হয়েছে। অ্যাস্টেট বিভাগের ভারপ্রাপ্ত ফিল্ড কানুনগো মো. আমিন উদ্দিন বাদী হয়ে জিআরপি থানা ও শ্রীমঙ্গল থানায় এ অভিযোগ দায়ের করেন। জিআরপি থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রেলওয়ের অভিযোগটি পেয়ে পরিদর্শন করে দেখেছি ঘটনাস্থলটি শ্রীমঙ্গল থানা এলাকার অর্ন্তগত। তাই আইন মোতাবেক বেঙ্গল থানায় অভিযোগ দেওয়ার জন্য বাদীকে পরামর্শ দিয়েছি। বেঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, রেলের এজাহারটা এজাহার হয়নি। এজাহার দিতে হলে চার-পাঁচটা কাইটেরিয়া ফুলফিল করতে হয়। ঘটনার দিন, তারিখ, সময় নেই, আসামির নাম নেই। এজন্য উনাদের সঙ্গে যোগাযোগ করেছি, উনারা বলেছেন এটা কারেকশন করে দেবেন। বিভাগীয় অ্যাস্টেট অফিসার এসএম রেজাউল করিম বলেন, আমরা এজাহার ঠিক করে দিয়ে এসেছি। ওসি তো বহুত পণ্ডিত লোক। আমাদের হাইকোর্ট দেখায়। এখন ওসি যদি মামলা না নেয় তাহলে ওটা ওসির দায়-দায়িত্ব। 

গত ১৭ সেপ্টেম্বর ২ দশমিক ৮৭ একর বেদখলকৃত রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এসে বাধার মুখে পড়ে রেলের অ্যাস্টেট বিভাগের লোকজন। পরে তারা উচ্ছেদ অভিযান স্থগিত রেখে ওই জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা উড়িয়ে চলে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর