রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গোবিন্দপুর ইউপির স্থগিত ওয়ার্ডে পুনর্নির্বাচন ৩১ অক্টোবর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। গত ২৮ মে ইউপি নির্বাচনে এই কেন্দ্রে ব্যাপক কারচুপি, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে মেম্বার প্রার্থীদের মধ্যে হামলা সংঘর্ষের কারণে  ভোটগ্রহণ স্থগিত করা হয়।  হামলার ঘটনায় ১৩ জনের নামসহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাদী হয়ে মেঘনা থানায় মামলা করেন। মামলার পর পুলিশি হয়রানির কারণে সাধারণ মানুষ এখনো বাড়ি ফিরতে পারছেন না। পুনরায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। করিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা ১ হাজার ৮৩৬। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত মহিলা আসনে ৪ জন ও মেম্বার পদে ৪ প্রার্থী প্রচারণা চালিয়ে আসছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান মাইনুদ্দিন তপন ৯৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী আওয়ামী লীগ আবদুল্লাহ আল বাকী শামীম। মাইনুদ্দিন তপন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর