রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের ঘোলাপাড়া এলাকায় গতকাল ভোরে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে। অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্যাকেটে মোড়ানো বস্তা ফেলে অন্ধকার জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। —টেকনাফ প্রতিনিধি

শিয়ালের কামড়ে আহত ১০

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোরেশপুর গ্রামে পাগলা শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে একটি শিয়াল গ্রামে ঢুকে পথচারীদের নির্বিচারে কামড়াতে শুরু করে বলে আহতরা জানান।  আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে চিকিৎসা এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক নিয়েছেন। তাদের মধ্যে জুনাব আলী (৫৫) নামের একজনের বামহাতের কব্জিতে শিয়ালের কামড়ে গুরুতর জখম হন। তার হাতের একটি রগ ছিঁড়ে গেছে বলে চিকিৎসকরা জানান।—সুনামগঞ্জ প্রতিনিধি

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। আবদুল আউয়াল সরকার সভাপতি, জাহাঙ্গীর আলম সরকার সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার আবদুস সালাম,  হেলাল উদ্দিন মজনু ও মহিউদ্দিন আলম সাংগঠনিক সম্পাদক, খন্দকার শাহআলমকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্যবিশিষ্ট ওই কমিটি গত শুক্রবার অনুমোদন দেওয়া হয়।

—দাউদকান্দি প্রতিনিধি

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

গাজীপুরের টঙ্গী রোটারি ক্লাবের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে গতকাল বিকালে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট জি এম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি) রোটারিয়ান মোহাম্মদ আইয়ুব। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন এম রাকিব সরদার, রাশেদ উদ্দিন আহম্মেদ মামুন, হাফিজ উদ্দিন সরকার, মো. ফিরোজ হাসান, মো. মনির হোসেন, ইফতেখার উজ্জামান তপসী, দেলোয়ার হোসেন, সাগর, বিল্লাল হোসেন, টঙ্গী রোটার‌্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট মো. আফজাল হোসেন, সেক্রেটারি লোকমান শেখ প্রমুখ। —টঙ্গী প্রতিনিধি

ছাত্রদল নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক-নাশকতাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আবু তালহা শামীম (৩০) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ধুনট শহরের কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু তালহা শামীম ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের মৃত শফিকুল ইসলাম খানের ছেলে এবং ধুনট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জেলটা মোবাইলের কাস্টমার কেয়ার উদ্বোধন

পারটেক্স স্টার, কর্ণফুলী ও মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগে স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের নিজস্ব ব্র্যান্ডের জেলটা মোবাইল ফোনের কাস্টমার কেয়ারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে সিরাজগঞ্জ শহরের এস এস রোডে কাস্টমার কেয়ারের উদ্বোধন করেন অ্যাডভোকেট আলহাজ হাফিজুর রহমান। এ সময় সাইদুর রহমান, আরএসএম মৃদুল হোসেন, মো. জিয়াউর রহমান, এ এস এম শয়ন সরকার, টিএসই শরিফুল, ইঞ্জিনিয়ার মিস সাফি, খন্দকার মেজবাহ উল হক প্রমুখ উপস্থিত ছিলেন। —সিরাজগঞ্জ প্রতিনিধি

পাচার হওয়া শিশু মা-বাবার কাছে

পাবর্ত্য খাগড়াছড়িতে আট বছর আগে নিখোঁজ হওয়া শিশু নুরুল ইসলামকে মা-বাবার হাতে তুলে দিলেন পুলিশ সুপার। গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার মো. মজিদ আলী তার কার্যালয়ে বাবা সরবত আলী ও মা ফাতেমা বেগমের কাছে উদ্ধার হওয়া শিশুটিকে হস্তান্তর করেন। জানা গেছে,  নুরুল ইসলাম (১৫)। আট বছর আগে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকা থেকে নিখোঁজ হয়। —খাগড়াছড়ি প্রতিনিধি

যুবককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হাবিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে। শনিবার সকালে উপজেলার ভক্তবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।

আহত যুবকের বাবা আবু বক্কর ছিদ্দিক জানান, পূর্বশত্রুতার জেরে শনিবার সকালে ভক্তবাড়ি এলাকায় হাবিজুল ইসলামকে একা পেয়ে প্রতিপক্ষ নাজিম উদ্দিন, নাছির উদ্দিন, আবুল হোসেনসহ ৭/৮ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর