রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যুবককে কুপিয়ে জখম, পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় একটি বাড়িতে তাণ্ডবের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ইন্নামিন নামে এক যুবককে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। আহত ইন্নামিন একই এলাকার সুলতান উদ্দিনের ছেলে। শনিবার সকালে ফতুল্লার মধ্যসস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে র‌্যাব-১১ এর সদস্যরা সন্ত্রাসী জাকিরের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলসহ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সুরুজ্জালের ছেলে জাকির হোসেনের মাদক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় পার্শ্ববর্তী টিটু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ড্রাইভার শাহজাহানকে ধাওয়া করে। এ সময় শাহজাহান তার ঘরে গিয়ে দরজা জানালা লাগিয়ে দেন। দরজা জানালায় এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় জাকির। শনিবার সকালে একই এলাকার ইন্নামিন ওই ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জাকির ও তার বাহিনীর লোকজন ইন্নামিনকে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে প্রথমে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানান। বাড়িওয়ালা টিটু মিয়া বলেন, জাকির প্রায় সময় মদ পান করে রাস্তায় মাতলামি করে। যাকে তাকে মারধর করে। আমার ভাড়াটিয়া শাহজাহান পরিবার নিয়ে আতঙ্কে আছেন। স্থানীয় ইউপি সদস্য মালেক মেম্বার জানান, র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। আদমজীনগর র‌্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন বলেন, তদন্ত করে ঘটনার বিস্তারিত জানানো হবে।

ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর