মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সড়ক নিরাপত্তায় প্রশিক্ষণ নিল শ্রীপুরের ১০ হাজার শিক্ষার্থী

মাহবুবুর রহমান, শ্রীপুর (গাজীপুর)

সড়ক নিরাপত্তায় প্রশিক্ষণ নিল শ্রীপুরের ১০ হাজার শিক্ষার্থী

সড়ক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থী —বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ১০ হাজার শিশু শিক্ষার্থী সড়ক চলাচলের স্বাভাবিক নিয়ম-কানুন জানে। এরা সবাই সড়কে চলাচলের ওপর প্রশিক্ষণ নিয়েছে। তাদের শেখা নিয়ম-কানুন আয়ত্ত করেছেন অভিভাবকরা। বাদ নেই এলাকার সাধারণ মানুষও। সড়কের কোন পাশ, কোন অংশ দিয়ে চলতে হবে এবং কখন কীভাবে সড়ক অতিক্রম করতে হবে তাও তারা জানে। গতকাল সড়ক চলাচলের ওপর এসব নিয়ম-কানুনের পরীক্ষায় অংশ নেয় ৪০০ শিক্ষার্থী। তারা সবাই উপজেলার মোহাম্মদ আলী একাডেমির বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রী। অংশগ্রহণকারীরা সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ও বিশ্বব্যাংকের অর্থায়নে ব্র্যাক পরীক্ষা কার্যক্রমের আয়োজন করে। সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় প্রোগ্রামটি পরিচালিত হয়। মোহাম্মদ আলী একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী সিনথিয়া জানায়, সবসময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হবে। রিকশায় বসতে হবে শক্ত করে ধরে। এতে দুর্ঘটনার ঝুঁকি কম থাকে। একই শ্রেণির ওয়ালিদ জানায়, কখনো লাল বাতির সিগনাল অতিক্রম করা যাবে না। গাড়ি চালানোর সময় চালকের সঙ্গে কথা বলা যাবে না। হেলমেট ছাড়া চালানো যাবে না মোটরসাইকেল। মোটরসাইকেল আরোহীকেও হেলমেট পরতে হবে। আরেক শিক্ষার্থী তামিম জানায়, রাতে সড়কে টর্চলাইটের আলো ফেলে চলতে হবে। ষষ্ঠ শ্রেণির জাহিদুল জানায়, ফুটপাথবিহীন সড়ক চলাচলের সময় ছোটদের হাত ধরে হাঁটতে হবে। ছুটে গিয়ে যেন তারা দুর্ঘটনার শিকার না হয়। একই শ্রেণির মাহিম জানায়, দাঁড়িয়ে থাকা কোনো গাড়ির সামনে অথবা পেছন দিয়ে হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়া যাবে না। ডানে-বামে দেখে সতর্কতার সঙ্গে সড়ক পার হতে হবে। অভিভাবক বাচ্চু মিয়া বলেন, ‘সাধারণত সড়কের বাম দিক দিয়ে হাঁটতে হবে বলে জেনে এসেছি। আমার সন্তানের কাছে শুনলাম সড়কের ডান দিক দিয়ে হাঁটা নিরাপদ। জেব্রা ক্রসিং চিহ্নিত স্থান দিয়ে সড়ক পার হতে হবে।’ মোহাম্মদ আলী একাডেমির পরিচালক রেজানুর রহমান জানান, সড়ক নিরাপত্তার ব্যাপারে তার বিদ্যালয়ের ৩৯৩ শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে। সোমবার অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই পূর্ণ নম্বর পেয়েছে। লটারীর মাধ্যমে ৯ জনকে পুরস্কৃত করা হয়েছে। এ সময় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ সোহেল, বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। বরামা এলাকার কমিউনিটি রোড সেফটি গ্রুপ (সিআরএসজি) তত্ত্বাবধায়ক আলী হোসেন বলেন, পথচারীদের নির্বিঘ্নে চলাচল উপযোগী করার জন্য এলাকার সড়কগুলোর সমস্যা চিহ্নিত করা হয়। পরে সমাধানের জন্য প্রয়োজনে জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরিস্থিতিভেদে স্থানীয়ভাবেও সমাধান করা হয়। ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এ কে এম খায়েরুজ্জামান জানান, সারা দেশে চারটি উপজেলাকে এ কার্যক্রমের আওতায় নেওয়া হয়েছে। প্রজেক্ট পরিচালক মোস্তফা কামাল বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়ক নিরাপত্তায় প্রকৌশলগত দিকটি মূলত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধান করছে। প্রকল্পটির মেয়াদ এখন শেষের দিকে। ফলাফল মূল্যায়ন করে এর ভবিষ্যত নির্ধারণ করা হবে।

সর্বশেষ খবর