মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

১০ মণ ভেজাল দুধ জব্দ, জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া বাজার এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ মণ ভেজাল দুধসহ গোবিন্দ ঘোষ নামে এক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ভেজাল দুধ তৈরির উপকরণ— গুঁড়া দুধ, চিনি, লবণ, চিটাগুড় ও রাসায়নিক কেমিক্যাল। আটক ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গোবিন্দ পৌরজানা গ্রামের গৌর ঘোষের ছেলে। একই সময়ে এই ভেজাল দুধ ক্রয়কারী বাঘাবাড়ীর ঈগলু-এ্যামো মিল্ককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শাহজাদপুর থানার এসআই জিয়াউর রহমান জানান, পোরজানা গ্রামের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ভেজাল ও নকল দুধ তৈরি করে বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করত। গোপন খবরের ভিত্তিতে ডায়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জামসহ গোবিন্দ নামে একজনকে আটক করে। তিনি ভেজাল দুধ ঈগলু-এ্যামো মিল্ককে সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর