শিরোনাম
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিজিবি-বিএসএফের জয়েন্ট ব্যান্ড ডিসপ্লে

বেনাপোল প্রতিনিধি

বিজিবি ও বিএসএফ যৌথ উদ্যোগে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে বেনাপোল  চেকপোস্ট নোমান্সল্যান্ড এলাকায় জয়েন্ট ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান ও বিএসএফ’র আইজি শ্রী অঞ্জন শাহা, দু’দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শিল্পীরা সংগীত ও নৃত্য প্রদর্শন করেন। ভারত বাংলাদেশের ২৫ জন সাংবাদিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ নেন। দুই দেশের শত শত দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।

বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মাহবুব, ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন, আর আইবির কমান্ডার লে. কর্নেল খবির, ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান ও বিএসএফের পক্ষে ডিআইজি আরপিএস জিসওয়াল, ৬৪ বিএসএফর কমান্ডিং অফিসার কর্নেল শ্রী মনোরঞ্জনও কর্নেল এসকে শর্মা। পরে বিজিবি ও বিএসএফের জাতীয় পতাকা নামানোর মধ্য দিয়ে যৌথ প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর