মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বরিশালে ১৩ দিনে ২১৮ জেলের জেল-জরিমানা

মা ইলিশ রক্ষায় জোরদার অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালে ১৩ দিনে ২১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা করা হয় আট লাখেরও বেশি টাকা। প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদ-নদীতে ইলিশ শিকার, বিক্রি ও বাজারে সরবরাহ নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় অভিযান আরও জোরদার করছে বরিশাল জেলা প্রশাসন। এর অংশ হিসেবে গত রবিবার রাতভর অভিযানকালে দুই জেলেসহ দেড় হাজার মিটার কারেন্ট জাল আটক করে নৌপুলিশ। পরে ভ্রাম্যমাণ আটক জেলে মিজানুর ও খোকনকে ১৫ মাস করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জেলে মিজানুর রহমান অভিযোগ করেন, তিনিসহ অনেক জেলে মৎস্য অধিদফতরের কোনো কার্ড কিংবা চাল সহায়তা পাননি। পেটের দায়ে তারা নদীতে মাছ শিকার করতে নেমেছিলেন। এদিকে ডিমওয়ালা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ইলিশ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম পারুলের বিরুদ্ধে। গতকাল সকালে জব্দ বিপুল পরিমাণ ইলিশ তার সরকারি বাসায় লুকিয়ে রেখে নিজেদের মধ্যে ভাগবাটোয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী। মানিকগঞ্জে ৬৯ জনের দণ্ড : মানিকগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা ও পদ্মা নদীতে ইলিশ ধরার সময় রবিবার রাতে পুলিশ ৬৯ জেলেকে আটক করে। গতকাল  ভ্রাম্যমাণ আলাদতের মাধ্যমে এসব জেলেকে বিভিন্ন মেয়াদে জেলা ও জরিমানা করা হয়। পুড়িয়ে দিয়েছে জাল : বাউফল প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় ৫০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠিতে দুই জেলে আটক : ঝালকাঠি প্রতিনিধি জানান, সুগন্ধা নদীতে ইলিশ ধরার অভিযোগে গতকাল দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে তাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর