মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মো. জুয়েল নামে এক যুবককে সদর থানা পুলিশ আটক করার চারদিন পরও পরিবারের কাছে অদৃশ্যমান রাখাসহ পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক পরিবার। জেলা শহরে অবস্থিত রিপোর্টাস ক্লাবে গতকাল এ সংবাদ সম্মেলন করা হয়। জুয়েল সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। জুয়েলের বাবা অভিযোগ করেন, গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বেড়ির মাথা নামক স্থান থেকে সদর থানার এসআই কাউছারের নেতৃত্বে একদল পুলিশ বিনা কারণে জুয়েলকে আটক করে। পরে থানায় যোগাযোগ করে আটকের কারণ জানতে পারেননি তারা। স্বজনদের সঙ্গেও জুয়েলকে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি চারদিন ধরে আদালতে হাজির না করে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে থানায় আটক রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ আবস্থায় জুয়েলকে ফিরিয়ে দিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান ভুক্তভোগী এ বাবা। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও জুয়েলের বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেফতার করা হয়েছে বলে এই প্রতিবেদককে জানান। একই সঙ্গে জুয়েল মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা বলে দাবি করেন ওসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর