মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শরীয়তপুর বিএনপির আলাদা সম্মেলন, উত্তেজনা

শরীয়তপুর প্রতিনিধি

২৫ বছর পর আগামীকাল শরীয়তপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির দুটি পক্ষ আলাদা ভাবে সম্মেলন আয়োজন করছেন। আলাদা আলাদা স্থানে সম্মেলন করার অনুমতি চেয়ে দুই পক্ষই জেলা পুলিশের বিশেষ শাখায় আবেদন করেছেন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে রয়েছে উত্তেজনা। জেলা বিএনপির সূত্র জানায়, ১৯৯১ সালে শরীয়তপুরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর পর আর শরীয়তপুরে  সম্মেলন হয়নি। এর মাঝে কয়েক বার কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা বিএনপির কমিটি করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন থেকে শরীয়তপুরে বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। ২০১১ সালে কেন্দ্র থেকে একটি কমিটি করে দেওয়া হলে বিরোধ প্রকাশ্যে চলে আসে। তখন কমিটি বাতিল দাবিতে একটি পক্ষ দীর্ঘদিন আন্দোলন করেছে। এর পর থেকে সব সময় দুটি পক্ষ আলাদা আলাদা ভাবে কর্মসূচি পালন করে। একটি পক্ষর নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালু। অপর পক্ষের নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরু ও সাবেক সংসদ সদস্য হেমায়েত উল্লাহ আওরঙ্গের স্ত্রী তাহমিনা আওরঙ্গ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর