মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গৃহবধূ হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের সবাইকে ১০ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. বজলুর রহমান গতকাল দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আবুল বাসার খান, আবদুল মান্নান ফকির, রোলা গ্রামের কবির হোসেন, আলম ও বাবুল হাওলাদার।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০০১ সালের ১৬ জানুয়ারি রাতে আসামিরা নারিকেলবাড়িয়া গ্রামের আ. সত্তারের স্ত্রী আম্বিয়া বেগমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল কাদেরের স্ত্রী হালিমা  বেগম রাজাপুর থানায় মামলা করেন। পরে ২০০৪ সালের ১২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর