শিরোনাম
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নাব্যতা সংকটে ফেরি চলাচলে অচলাবস্থা, যাত্রী দুর্ভোগ

শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুট

মাদারীপুর প্রতিনিধি

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করায় ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দুটি ফেরি ডুবোচরে আটকে পড়ায় রবিবার মধ্যরাত থেকে এ রুটের রো রো ও ডাম্ব ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। এতে উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ১৬ ঘণ্টা পর গতকাল বিকাল ৫টার দিকে এ রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্র জানায়, নৌরুটের শিমুলিয়ায় দ্রুত পানি কমায় তীব্র নাব্যতা সংকট দেখা দেয়। সমস্যা এতটা প্রকট রূপ নিচ্ছে যে প্রতিটি ফেরি ধারণক্ষমতার কম যানবাহন নিয়ে চলতেও হিমশিম খাচ্ছে। মাঝনদী বরাবর অসংখ্য ডুবোচর থাকায় ফেরি, লঞ্চসহ নৌযানগুলো দুই থেকে আড়াই কিলোমিটার ভাটিতে গিয়ে পার হচ্ছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আবদুস সালাম জানান, রবিবার রাত ১টার দিক দুটি ফেরি ডুবোচরে আটকা পড়ে। রাত ৪টায় ফেরি উদ্ধার হলেও এরপর থেকে এ রুটের তিনটি রো রো ও সাতটি ডাম্ব ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ছয়টি ছোট আকারের কে-টাইপ ফেরি সচল থাকলেও সেগুলোও চলছিল সাবধানে। ফলে দুই ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর