মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অবশেষে চাল পেলেন জেলেরা

রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সরকারিভাবে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারির ১২ দিন পর ২০ কেজি করে চাল পেলেন জেলেরা। রবিবার উপজেলার দক্ষিণ চরবংশী, উত্তর চরবংশী ও চর আবাবিল ইউনিয়নের তালিকাভুক্ত ৭ হাজার ৫৩০ জন জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে এ চাল দেওয়া হয়েছে। বিতরণ করেন ইউএনও শিল্পী রানী রায়, উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন। মৎস্য কর্মকর্তা বলেন, স্থানীয় চেয়ারম্যানরা জেলেদের তালিকা দিতে দেরি করায় চাল বিতরণে একটু সময় লেগেছে।

প্রসঙ্গত গত ২২ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘রায়পুরে জেলেদের চাল মেলেনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর