শিরোনাম
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উত্ত্যক্তের বিচার না পেয়ে ছাত্রীর বিষপান

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর মুজিবনগর উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ইভ টিজিংয়ের বিচার চেয়ে না পেয়ে বিষপান করেছে। বর্তমানে সে মুজিবনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন ছাত্রীর অবস্থার উন্নতি হচ্ছে।

হাসপাতালে ওই ছাত্রী জানায়, ‘একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বায়জিদ আমাকে নানাভাবে বিরক্ত করে আসছিল। গতকাল বায়জিদ ও তার বন্ধু সাকলাইন বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় বিদ্যালয় থেকে আমাকে উঠিয়ে নিয়ে যেতে চায়। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে স্যার বলেন— আমার বাবাকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেবেন। লজ্জায় টিফিনের সময় বাড়ি ফিরে আমি বিষপান করি।’ ছাত্রীর মা জানান, কিছুদিন ধরে ছেলেটি আমার মেয়েকে বিরক্ত করে আসছে। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন জানান, পারিবারিক কোন্দলের কারণে মেয়েটি বিষ খেয়েছে। বিদ্যালয়ে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেনি। তবে তিনি এও বলেন— নবম শ্রেণির ছাত্র বায়জিদ ওই ছাত্রীকে বিরক্ত করত। মুজিবনগর থানার ওসি জানান, তিনি বিষয়টি সম্পর্কে জানেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর