বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গ্যাসের অভাবে উৎপাদনে যেতে পারছে না নেত্রকোনা বিসিক

প্রভাবশালীদেও দখলে প্লট

নেত্রকোনা প্রতিনিধি

এক যুগ হতে চললেও শুধু গ্যাসের অভাবে উৎপাদনে যেতে পারছে না নেত্রকোনা বিসিক। এ শিল্পনগরী চালু হলে কর্মসংস্থান হবে এই অঞ্চলের কয়েক হাজার শ্রমিকের। এদিকে গ্যাস না থাকার দোহাই দিয়ে বরাদ্দ নেওয়া প্রভাবশালী প্লট মালিকরা সীমানপ্রাচীর নির্মাণ পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। গড়ে তুলছেন না কল-কারখানা। সচেতন মহলের দাবি, বিসিক এলাকাটি এভাবে খালি ফেলে না রেখে সবাই কল-কারখানা তৈরি করে একযোগে কাজ শুরুর চেষ্টা করলে হয়তো দ্রুত গ্যাস সংযোগ নেওয়া সম্ভব হবে। স্থানীয় লিটন, হাসানসহ অনেকে অভিযোগ করেন, সন্ধ্যা হলেই এই এলাকায় বসে মাদকের আড্ডা। তাছাড়া প্লট যারা নিয়েছেন তারা নিজেরাও কাজ শুরু করেন না, অন্যদের ছেড়েও দেন না। ফলে নেত্রকোনা তথা এই অঞ্চলের উন্নয়ন এক প্রকার বন্ধ রয়েছে। সচেতন মহলের ভাষ্য, নেত্রকোনা শহরের উন্নয়ন করতে হলে আগে দূর করতে হবে বেকার সমস্যা। আর বিসিক চালু হলেই অনেকের কর্মসংস্থান হবে। তাই কোনো অজুহাত না দেখিয়ে যত দ্রুত সম্ভব এই শিল্পনগরী চালু করা দরকার। জেলা শহরের রাজেন্দ্রপুর এলাকায় ১৫ একর জায়গা নিয়ে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। ৬৯টি শিল্প প্রতিষ্ঠানের বিপরীতে এ পর্যন্ত বরাদ্ধ দেওয়া হয়েছে ১০৩টি প্লট। বর্তমানে মাত্র ১৫টি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণাধীন অবস্থায় আছে। সবগুলো প্লটেরই লে-আউট প্ল্যান অনুমোদন হলেও চালু মাত্র তিনটি শিল্প কারখানা। আরও কয়েকটি কারখানা চালু হলেও গ্যাসের অভাবে তা বন্ধ হয়ে গেছে। বিসিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, যারা প্লট নিয়ে ফেলে রেখেছেন তাদের প্লট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এগুলো বাতিল হলে হয়তো কাজে আগ্রহী নতুনদের বরাদ্দ দেওয়া যাবে। আর পুরোদমে এই নগরী চালু হলে শুরুতেই ৫-৬ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। দ্রুত গ্যাস পাওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।

সর্বশেষ খবর