বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঘুষ না দেওয়ায় চালককে গুলি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার এলাকায় পুলিশের গুলিতে আহত হয়েছেন নাসির উদ্দিন নামে এক ট্রাকচালক। তিনি উপজেলার মিঠাপকুর গ্রামের সামসুদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত গভীর রাতে। নাসির ও তার পরিবারের অভিযোগ, আদালতের পরোয়ানার আদেশে নাসিরকে আটকের পর বারোবাজার ফাঁড়ির ইনচার্জ (আইসি) নজরুল ইসলাম এক লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হওয়ায় ফাঁড়িতে তিনদিন তাকে আটকে রাখে। এরপর পরিকল্পিতভাবে গুলি করা হয়। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ও বারোবাজার ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। ওসি জানান, নাসির কুখ্যাত ডাকাত। সে বারোবাজার এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দলের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করে ডাকাতরা। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে আহত হয় নাসির। দুই ছাত্রকে মারধর : ঝালকাঠি প্রতিনিধি জানান, নলছিটি থানার ওসির বিরুদ্ধে কথিত ইভটিজিংয়ের অভিযোগ এনে মাদ্রাসায় যাওয়ার পথে অষ্টম শ্রেণির দুই ছাত্রকে থানায় আটকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। দুই ছাত্রের মধ্যে গুরুতর আহত ছাব্বিরকে (১৩) গত শনিবার ঘটনার দিন রাতেই নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর ছাত্র ইমরান চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। ঘটনার দুই দিন পর সোমবার রাতে এ ঘটনা জানাজানি হয়।

সর্বশেষ খবর