বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু এবং অন্তত ১০ জন অসুস্থ হয়েছে। সদর উপজেলার মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুইটি দেবনাথ (১০) কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোমবার বিকালে সদর হাসপাতালে মারা যায়। সুইটি মহিনন্দ নাথপাড়া গ্রামের ননী গোপাল দেবনাথের মেয়ে। সুইটির মা বিভা রানী দেবনাথ জানান, রবিবার বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বাড়ি ফিরে সুইটি মাথাব্যথার কথা জানায়। পরে তাকে অর্ধেকটি প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ানো হয়। সকালে শুরু হয় পাতলা পায়খানা ও বমি। পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুইটির ছোট ভাই একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র উল্লাস দেবনাথও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে তার মা জানান। রঞ্জিত দেবনাথের মেয়ে একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বন্যা রানী দেবনাথ (৮), তপন দেবনাথের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী বর্ষা রানী দেবনাথ (১০)সহ অন্তত ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সরকার জানান, ‘কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর প্রায় দুই ঘণ্টা আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি। বাড়ি গিয়ে কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে সুইটি নামে একটি মেয়ে হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।’ মহিনন্দ গ্রামের পল্লী চিকিৎসক আসাদুজ্জামান আসাদ জানান, কৃমিনাশক ট্যাবলেট খেয়ে মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০-১২ জন ছাত্রছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এ খবর পেয়ে তিনি নিজে অনেকের বাড়িতে গিয়ে খাবার স্যালাইন খাওয়ানো এবং প্রয়োজন হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আবদুল গনি জানান, ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলছে। বিদ্যালয় ও মাদ্রাসার ৫ থেকে ১০ বছর বয়সের শিশুদের পর্যায়ক্রমে এ ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। কৃমিনাশক ট্যাবলেট শতভাগ নিরাপদ বলে তিনি জানান। তবে খালি পেটে এ ট্যাবলেট না খাওয়ানোসহ সংশ্লিষ্টদের আগেই বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর