বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষোভ, প্রতীক অনশন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে প্রতীক অনশন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-কর্মকর্তা ও  কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এসব কর্মসূচি পালন করা হয়। এদিকে তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার  মো. আবু বকর সিদ্দিক। অনশন চলাকালে বক্তব্য রাখেন অধ্যাপক রুহুল আমিন খান, প্রভাষক আব্দুল্লাহ আল বাকী, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি হাবিবুল্লাহ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমজাদ, ছাত্রদলের আল-আমিন সাদত, ছাত্রলীগের আবুল হাসনাত জনি, কলেজের শিক্ষার্থী মিলন প্রমুখ। আজ বুধবার গণঅনশন কর্মসূচি পালিত হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৩ কলেজকে সরকারিকরণ করা হলেও ফুলবাড়ীয়া কলেজের নাম না থাকায় ওই দিন থেকেই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতালের মতো কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সর্বশেষ খবর