বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বান্দরবানে আট নারী গ্রামপ্রধান

বান্দরবান প্রতিনিধি

প্রথমবারের মতো বান্দরবানে সামাজিক বিচারের দায়িত্বভার ও গ্রাম প্রধান কারবারী (গ্রাম প্রধানকে কারবারী বলা হয়) হিসেবে নিয়োগ পেলেন আটজন নারী। মঙ্গলবার সকালে রোয়াংছড়ি উপজেলা তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মারমা তাদের এ নিয়োগ প্রদান করেন। পার্বত্য চট্টগ্রামে প্রথাগত নিয়মে সামাজিক বিচার, উন্নয়ন ও ধর্মীয় কাজে  পুরুষের পাশাপাশি কাজ করবে গ্রামপ্রধান এই নারীরা।

দীর্ঘদিন ধরে গ্রামপ্রধান হিসেবে পুরুষরা কাজ করে আসলেও নারীরা বঞ্চিত ছিলেন এ দায়িত্ব থেকে। পাশাপাশি জুম খাজনা আদায় ও গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাসহ নানান সামাজিক দায়িত্ব পালন করবেন এই নারীরা। প্রচলিত আইন ও বিচারব্যবস্থা ছাড়াও পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব সামাজিক বিচার ব্যবস্থা রয়েছে।

সর্বশেষ খবর