বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাঞ্ছারামপুরে বাল্য বিয়েকে লাল কার্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে লাল কার্ড’ শীর্ষক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ ছাত্র-ছাত্রী। উপজেলার উজানচর কেএন উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজী জাদিদ আল রহমান জনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম। বক্তৃতা করেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা প্রকৌশলী খুরশেদ আলম, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়ক আবদুল্লাহ আল মুজাহিদ প্রমুখ। বাল্যবিয়ে ও যৌন হয়রানির প্রতিরোধে স্কুলে গঠন করা হয় ৯ সদস্যবিশিষ্ট কমিটি।

সর্বশেষ খবর