শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু সাফারি পার্ক হবে পর্যটন শিল্পের মডেল’

চকরিয়া প্রতিনিধি

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন বলেন, বর্তমান মহাজোট সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকার পর্যটন শিল্প বিকাশে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকের মাঝে আকর্ষণ বাড়াতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের আধুনিকায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক হবে বিশ্বের পর্যটন শিল্পের মডেল। গত মঙ্গলবার বিকালে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

সর্বশেষ খবর