বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘আমি এক এবং অনেক’ প্রকল্পের যাত্রা শুরু

দিনাজপুর প্রতিনিধি

ধর্মভিত্তিক মৌলবাদ মোকাবিলায় আত্মবিশ্বাসী জনগোষ্ঠী তৈরি, ধর্মীয় পরিচয়ভিত্তিক সব বৈষম্যের প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গতকাল দিনাজপুর এফপিএবি মিলনায়তনে ‘আমি এক এবং অনেক’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। ২০১৬-২০১৯ চার বছর মেয়াদের পরীক্ষামূলক (পাইলটিং ২০১৬-২০১৭) এক বছর সময়ের কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহফুজ জামান আশরাফ।

আয়োজক সংস্থা পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাসুদুল হক। বক্তৃতা করেন মাহফুজুর রহমান, আবুল কালাম আজাদ, মাসুমা বারী প্রমুখ। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন ড. সাইফুল হুদা। এ বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে ধারণাপত্র উপস্থাপন করেন সামসুন নাহার।

 

সর্বশেষ খবর