বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দুই গ্রুপের দ্বন্দ্বে সিবিএ অফিসে তালা

বাগেরহাট প্রতিনিধি

মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে সিবিএ’র কার্যালয়ে এক সপ্তাহ ধরে তালা ঝুলছে। সংঘাত এড়াতে পুলিশ ও বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা বিবদমান দুই গ্রুপকে সিবিএ’র কার্যালয়ে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে। আর এ নিয়ে বন্দর এলাকায় চরম উত্তোজনা বিরাজ করছে। বুধবার বেলা ১১টায় মংলা বন্দর কর্মচারী সংঘ (সিবিএ) বর্তমান পরিষদের নেতারা সংবাদ সম্মেলনে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রতিপক্ষ গ্রুপকে অভিযুক্ত করেছেন।

মংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মচারী সংঘের সভাপতি মো. সাইজদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক দাবীদার খোরশেদ আলম পল্টু, আব্দুল মান্নান মল্লিক, হারুন উর রশিদ, মতিয়ার রহমান শবিক, ফারুকুজ্জামান বকুল, হাসানুল ইসলাম রতন প্রমুখ। এদিকে সংবাদ সম্মেলনের বিষয়ে সিবিএ’র অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ফিরোজ বলেন, খোরশেদ আলম পল্টু সংগঠনের সাধারণ সদস্যই নন। তিনি কি করে সংগঠনের সাধারণ সম্পাদক দাবি করেন।

সর্বশেষ খবর