বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশকে পেছনে ফেলার আর সুযোগ নেই : অভিজিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) অভিজিৎ চট্টপাধ্যায় বলেছেন, ভারত ও বাংলাদেশ দুটি দেশ তবে হৃদয় এক। বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র প্রশ্রয় দেয় না সে জন্য ভারত চিরঋণী। বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। অনেক সূচক আছে তাতে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশকে পেছনে ফেলার আর কোনো সুযোগ নেই। তিনি গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া চেম্বার ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সভায় বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ীরা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বগুড়া চেম্বার সভাপতি মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল। বগুড়া চেম্বারের পরিচালক মাফুজুল ইসলাম রাজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ ফজলুর রহমান পাইকার, বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক চঞ্চল মোহন রায়, ব্যাংক এশিয়ার রিজিওনাল ম্যানেজার মোজাফ্ফর হোসেন, বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি আইনুল হক সোহেল, চেম্বার পরিচালক মাজেদুল ইসলাম রুমন, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার আরিফ ওপেল, মনসুর আলম, গোলাম আজম টিকুল, পূজা উদযাপন পরিষদ সভাপতি দিলীপ কুমার দেব প্রমুখ।

মতবিনিময় সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) অভিজিৎ চট্টপাধ্যায় আরও বলেন, বগুড়ার ব্যবসায়ীদের সুবিধার্থে সপ্তাহের যে কোনো একদিন ভিসা প্রদান করা হবে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো লাইনে দাঁড়াতে হবে না। বগুড়া চেম্বার অব কমার্সের প্রত্যয়ন নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভিসার আবেদন করলে ব্যবসায়ীদের পাঁচ বছর মেয়াদি ভিসা দেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর