বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
টঙ্গী সরকারি হাসপাতাল

দুটি দালাল চক্রের মধ্যে সংঘর্ষ, আহত ২

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীর ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে দুটি দালাল চক্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী হাসান ও আরিফ হোসেন নামের দুই দালাল আহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে টঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে ইউনুস আলী মিন্টুকে দালাল চক্রের সদস্য নাসির ও রানা স্টেশনরোড এলাকা থেকে উঠিয়ে নিয়ে বেধড়ক মারধর করে। এরই জের ধরে মঙ্গলবার রাতে দালাল চক্রের সদস্য ইউনুস আলী মিন্টু, শাহিনসহ একদল যুবক প্রতিপক্ষ দালালচক্রের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় দালাল মেহেদী হাসান ও আরিফ হোসেন আহত হয়।  স্থানীয় বাসিন্দারা বলেন, দালালদের দৌরাত্ম্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। টঙ্গী থানা পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ কারও কোনো বিধি-নিষেধই চক্রটি মানছে না। মিন্টুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ভাই মেহেদী ও আরিফকে আমি মারধর করিনি তারা আমাকে মেরে জখম করে আবার আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। টঙ্গী থানার এএসপি (সার্কেল) সোনাহর আলী শরীফ বলেন, রোগী টানা দালালচক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর