শিরোনাম
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গণতন্ত্র রক্ষায় রাজপথে নামতে দ্বিধা করবে না জনতা

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অন্যতম সহযোগী সংগঠন যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে জেলা-উপজেলায় আয়োজন করা হয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের। আলোচনা সভায় বক্তারা বলেন— দেশের গণতন্ত্র রক্ষায় আজ হোক কাল হোক রাজপথে নামতে দ্বিধা করবে না জনতা। প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : মহানগর যুবদলের আয়োজিত সমাবেশে নেতারা, দেশের গণতন্ত্রের স্বার্থে আজ হোক, কাল হোক জনতা রাজপথে নামতে দ্বিধা করবে না। নিপীড়ন-নির্যাতন ও মামলার ভয় দেখিয়ে গণতন্ত্রকে আওয়ামী লীগ কুক্ষিগত করার চেষ্টা করছে। বিরোধী মত দমনে বেছে নিয়েছে গুম-হত্যা-খুনের পথ। নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এ সমাবেশে সভাপতিত্ব করেন চান্দগাঁও থানা যুবদলের সভাপতি জাফর আহমেদ। প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ। নারায়ণগঞ্জ : জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মিছিল বের হয়। মণ্ডলপাড়া ব্রিজ হয়ে মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে পুলিশ বাধা দেয়। নেতা-কর্মীরা অভিযোগ করেন— পুলিশ তাদের গালাগাল করে ও ব্যানার কেড়ে নেয়। ধস্তাধস্তির ও ধাওয়ায় আহত হন যুবদলের তিন নেতা। ঝালকাঠি : শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপি কার্যালয় থেকে রবিউল হোসেন তুহিনের নেতৃত্বে র‌্যালি বের হয়। র‌্যালি কিছুদূর গেলে পুলিশ ধাওয়া দিয়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তফা কামাল মন্টু। বগুড়া : জেলা শহরের নবাববাড়ী রোডে গতকাল বেলুন উড়ানো, সমাবেশ ও কেক কাটা হয়। জেলা সভাপতি সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জয়নাল আবেদীন চান প্রমুখ। জামালপুর : দুপুরে শহরের জাহেদা শফির মহিলা কলেজ গেট প্রাঙ্গণে শহিদুল হক খান দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, ফিরোজ মিয়া, মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তৃতা করেন। পরে শহরে র‌্যালি বের হয়। নাটোর : শহরের আলাইপুরের জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব। বক্তব্য রাখেন আমিনুল হক, রহিম নেওয়াজ, নাসিম খান।  দাউদকান্দি : কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর বাজারে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মোহন। উপস্থিত ছিলেন— জহিরুল ইসলাম, আতাউর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর