শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ওমর আলী সোহাগ নামে এক কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি— গান্না ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা সরকারি কেসি কলেজের মাস্টার্সের ছাত্র সোহাগকে ১০২ পিস ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেন। তবে ইউপি চেয়ারম্যান ও গোয়েন্দা (ডিবি) পুলিশ তা অস্বীকার করেছেন। গ্রেফতার সোহাগ সদর উপজেলার চান্দেরপোল গ্রামের ওসমান আলীর ছেলে ও স্থানীয় বীরদর্পণ পত্রিকার সাংবাদিক। পরিবারের অভিযোগ, সম্প্রতি ইউপি চেয়ারম্যান মালিথা গরিব ও দুস্থদের বাদ দিয়ে এলাকার সচ্ছল ও আওয়ামী লীগ নেতা-কর্মীর নামে পল্লী রেশন কার্ড বিতরণ করেন। সোহাগ জেলার সাংবাদিকদের কাছে এ তথ্য সরবরাহ করেন। এ অনিয়মের খবর সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার ইউপি চেয়ারম্যান ইয়াবা দিয়ে ডিবি পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেন। এ ব্যাপারে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি এম এ হাসেম খান অভিযোগ অস্বীকার করে জানান, কারও প্ররোচণায় নয়, ডিবি পুলিশ সোহাগকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। তার দেহ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া গেছে।

সর্বশেষ খবর