শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বাল্যবিয়েকে লাল কার্ড

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে গতকাল বাল্যবিয়ে ও ইভ টিজিংকে লাল কার্ড শিরোনামে এক সচেতনতা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিমদ্দিন বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ডিডিএলজিডি মো. জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিনা সারোয়ার, আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম (নুর মিয়া), সম্পাদক শাহ মাহবুবুল হক প্রমুখ। এর আগে জেলা প্রশাসক উপজেলা হলরুমে এসডিজি বিষয়ক এক কর্মশালায় স্বাগত বক্তব্য বাখেন।

—হোসেনপুর প্রতিনিধি

শোভাযাত্রা

ঢাকার ধামরাইয়ে গতকাল বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উপজেলা জনস্বাস্থ্য অধিদফতর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোক্তারী, কৃষি কর্মকর্তা লুত্ফর রহমান শিকদার, সমবায় অফিসার রিনাত ফৌজিয়া ও জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী নাছির উদ্দিন, এনজিও হ্যাবিট্যাটের কর্মকর্তা আশীষ কুমার দাশ ও লুবনা শারমিন প্রমুখ।

—ধামরাই প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা

বেসরকারি বিশ্ববিদ্যালয় বছরব্যাপী রজতজয়ন্তী পালন উপলক্ষে গতকাল উত্তরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) অডিটরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, প্রফেসর মাহমুদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।

—টঙ্গী প্রতিনিধি

অনুদান ও সনদ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান, বই ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (দিশা) উদ্যোগে গতকাল উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম। সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম। 

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর