শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নিরক্ষরতা দূরীকরণে বস্তিতে ছাত্রলীগের কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

চল্লিশোর্ধ্ব রোশনা ও  ষাটোর্ধ্ব তাহেরা জীবনের প্রথম হাতে কলমে নিজেদের নাম লেখা শুরু করলেন। লেখা নামের উপর হাত ঘুরিয়ে উচ্ছ্বসিত এই দুই নারী। দুজনেই গৃহিণী। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ নারায়ণগঞ্জ শহরের জিমখানা বস্তিতে চলে যান জেলা ছাত্রলীগের নেতারা। হাতে তাদের নতুন খাতা-কলম। বস্তিতে গিয়েই সবার উদ্দেশে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে নিরক্ষরতা দূরীকরণে কাজ করতে নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশ পালনে এসেছি। জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আল সানি জানান, নেত্রীর নির্দেশ পালনে মাঠে নেমেছি। মানুষগুলো আমাদের হাতে নাম লিখা শিখছিল। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন জানান, আমরা ছাত্রলীগ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বস্তিগুলোতে নিরক্ষতা দূরীকরণে কাজ শুরু করব।  কর্মসূচিতে অংশ নেন মিনহাজুল ইসলাম রিয়াদ, আলী আকবর, আওলাদ হোসেন, রফিকুল ইসলাম রায়হান, নূরে আলম রঞ্জু, আজিজুর রহমান, আতাউর রহমান নান্নু, সুজন প্রধান, নিশান কাফি, খাঁন সৌরভ, মামুন মোল্লা, সজীব রায়, মো. ইব্রাহীম প্রমুখ ছাত্রলীগ নেতা। প্রসঙ্গত, জেলা ছাত্রলীগ ২০১৪ সালের ১৭ মার্চ থেকে শহরের স্বপ্নডাঙ্গা স্কুলে বাস্তুহারা শিশু শিক্ষার্থী. শিবু মার্কেট এলাকার লিপি ওসমান  শিশু নিকেতন ও দেওভোগ জান্নাত নারী পাঠশালায় শিক্ষা উপকরণসহ বিতরণসহ নানা কর্মসূচী পালন করে আসছে।

সর্বশেষ খবর