শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পরিত্যক্ত কক্ষে পাঠদান দুর্ঘটনার আশঙ্কা

নওগাঁ প্রতিনিধি

পরিত্যক্ত কক্ষে পাঠদান দুর্ঘটনার আশঙ্কা

নওগাঁর রানীনগর উপজেলার শিয়ালা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত মাটির ঘর

নওগাঁর রানীনগর উপজেলার শিয়ালা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে পরিত্যক্ত মাটির কক্ষে পাঠদান চলছে। যে কোনো সময় ওই কক্ষ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক।

বিদ্যালয় সূত্র জানায়, কিছু শিক্ষানুরাগীর উদ্যোগে ১৯৬৯ সালে উপজেলার একডালা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন ৩টি মাটির কক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিদ্যালয়ে ২৮০ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে। সম্প্রতি মাটির কক্ষগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু শ্রেণিকক্ষ সংকটের অভাবে পরিত্যক্ত ওই কক্ষে পাঠ দান করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার জানান, কক্ষ সংকটের কারণে পরিত্যক্ত ২টি কক্ষ সংস্কার করে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পাঠগ্রহণ করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।

সর্বশেষ খবর